তুমি দুর্বার!
জ্বলন্ত আগ্নেয়গিরি,
অন্যায়ের কাছে-
বাধ ভাঙ্গা জলস্রোত তুমি,
কাল বৈশাখির-
উপড়ে ফেলা ঝড় তুমি।
আঁধার পথের আলোর মশাল তুমি,
নির্জন বাগানের সুপ্ত পুষ্প তুমি,
ন্যায়ের কাছে স্নিগ্ধ জলরাশি,
শিশুর মুখের মুক্তো ঝরা হাসি তুমি,
এই বাংলার সবুজ মাঠেঘাটে ছুটেফেরা-
সেই তরুণ তুমি,
তুমি শান্তময়ী-
তুমিই বিদ্রোহী।