তোমায় দেখেছি সেদিন
নির্জনতম বিকেলে,
লালিমায় ছেয়ে ছিলো আকাশ
আর তুমি নীলে জড়িয়ে।
যেন সবার ভিড়ে সম্পর্ন আলাদা একজন,
ব্যস্ততম এই শহরে ক্লান্ততার পর-
এক অপরূপ দৃশ্য আমার চোখে,
বিশাল এ পৃথিবী ঘিড়ে যেন শুধুই তুমি
আমার দৃষ্টির অগোচরে।
এই ভীরু মন কাছে যেতে ভয় পায় ভীষণ
যদি খালি হাতে ফিরতে হয়!
তবে থাকনা এভাবেই।
আজ প্রায় চারটি বছর পেড়িয়ে!
বলা হয়নি কিছু,
ছুটেছি তোমার পিছু,
অপেক্ষার প্রহর গুনেছি অনেক তোমার পথ চেয়ে,
শুধু একটিবার-
দৃষ্টির অগোচরে তোমায় দেখার আশায়।