এ কবিতা তোমার, এ কবিতা আমার!
আমি বিলিয়ে যাবো সকলের দুয়ারে,
যা ছাত্রসমাজ হতে কৃষাণের হাতে পৌছেবে,
সবুজের সমারোহে রক্তলাল হয়ে ফুটে উঠবে।
আমি সেই কবিতা রেখে যাচ্ছি তোমাদের তরে
যে কবিতা স্মরন করিয়ে দিবে পলাশী প্রান্তর,
যে কবিতা স্মরন করিয়ে দিবে বিপ্লবে নীলকর,
যে কবিতা স্মরন করিয়ে দিবে মুক্তি পথে একাত্তর।
আমি সেই কবিতা রেখে যাচ্ছি তোমাদের তরে
যে কবিতা বিদ্রোহী হবে প্রতিটি অন্যায়ে,
যে কবিতা শান্ত নরম পুষ্প হবে-
আদর্শ প্রেমিক রূপে,
যে কবিতা হাত বাড়াবে আলোর পথে,
যে কবিতা অমর হয়ে জ্বলবে সকলের অন্তরে।
আমি সেই কবিতাই বিলিয়ে যাবো সকলের দুয়ারে
ছাত্র সমাজ হতে কৃষাণের হাতে।