স্বপ্নের শিখর ছেড়ে পথ চলা আজ
তবুও ক্লান্ত নই, শিখে নিয়েছি সব-
রুপময় এই জীবন থেকেই ,
কোমল এ হাত আগুন ধরতে জানে আজ
কোনো ভয় নেই আমার ।
আপনার স্বার্থ কেড়ে নিতে হবে সকলের থেকে-
এ সমাজ তাই শিখিয়েছে,
আপন পর কেউ তো কারো নয়
রাত্রির ল্যাম্পপোস্ট আমার আসল পরিচয়।
অন্নের কাড়াকাড়ি বেঁচে থাকার তরে,
জীবন যুদ্ধের সৈনিক আমি জন্ম সূত্রে,
বিজয়ের আনন্দে কখনো হাসি ফোটে
অথবা কখনো পরাজয়ে অশ্রু ঝরে,
তবুও থেমে নেই এ পথ চলা আমার ।