আমি বাপু স্বপ্ন দেখিনা
এ যেন কোনো স্বর্ণ-মোহোর তাই।
আমি যে ভাই মাঝির ছেলে
শুধুই নাওটি বেয়ে যাই।
স্বপ্ন শুধু তাদের হবে
দু হাত ভরে যারা ওজন দেবে,
আমি যে ভাই মাঝির ছেলে
অত কড়ি বাপু আমার কাছে নাই।


অশ্রু আমার মুছে গেছে
রোঁদে পুড়ে সব ছাই হয়েছে,
জোয়ার-ভাঁটায় টান লেগেছে,
আমি যে তবুও সেই আগের মাঝি ভাই
আমার বাপু কোনই স্বপ্ন নাই।
আমিতো শুধু অন্ধকারে একলা ঘরে
আঁধারটারেই সাঁজাই,
চাঁদের আলো দেখবো বলে
সুদূর আকাশ পানে চাই।
আমার বাপু কোনই স্বপ্ন নাই!