যদি কখনো এমন হয়-
তুমি অনেক খুজছো আমায়
একাকী রাতে অন্ধকারে
হাত বাড়িয়ে একটু দূরে।
আমি নেই!
এই পৃথিবীর বাতাসে আমার গন্ধ নেই,
মেঘের ওপাড়ে তারার দেশে আমি নেই,
ঘাসের চাদরে আমার পরশ নেই,
আমার নিঃশ্বাসে কোন প্রতিধ্বনি নেই,
অতি দূর অন্ধকার বা তার পরও আরো দূর
কেউ খুঁজে পাবে না আমায়।
আমি কোথাও নেই!
ঠিক তখন-
তুমি কি অশ্রু ঝরাবে দু চোখ বেয়ে,
কান্নায় প্লাবিত হবে তোমার চারপাশ?
নাকি স্মৃতিটুকো বুকে নিয়েই
বেঁচে রবে আরও কিছু বছর?