সত্যি মুগ্ধ আজ আমি তোমায় কাছে পেয়ে,
তবে বুঝিনা, কেন চলে যাও থেকে থেকে
অজস্র বিষণ্ণতা জড়িয়ে।
খুব ভয় হয়! যদি কখনো হারাতে হয়
তবে কি করে রইবো আমি এ বিশাল-
বিশ্বলোকে একাকী কোনে।
তুমি হয়তো জানোনা
মেঘমালার সকল কালো মেঘ এসে জমা হয়-
আমার কুঁড়েঘরে, তোমার শূন্যতা পরিপূর্ণতা পায়
আমার বিষণ্ণতায়,
সে কি ভয়ানক রাত চাঁদও ভয় পায় তাকে।
আর তুমি এলে! অজস্র জোছনা লুটিয়ে পড়ে জমিতে,
মুক্তো রাশি রাশি ঝরে আমার কুঁড়েঘরে।
শুধু তোমায় কাছে পেলে
উদিত সূর্যের ন্যায় জ্বলে উঠবো আমি,
অমাবস্যার কোনো রাতে অথবা কাল বৈশাখে
হাতে হাত রেখে বহু দূর চলে যাব সকল বাধা পেরিয়ে,
শুধু তোমায় কাছে পেলে।