তোকে ঘিরেই বসন্ত মোর
সবুজ পাতার খাম,
শিমুল-তোড়ায় যত্নে লিখা
পরিচিত কোনো নাম।
মুক্ত বাতাসে একটুকো সুর
পাখির কণ্ঠে গান,
তোকে ঘিরেই বসন্ত মোর
দুঃখ শত ম্লান।
চাঁদ-তারার ঐ হাট-বাজারে
জোনাকি পোকার ঝড়,
সুখের প্রদীপ জ্বালিয়ে মোরা
ফাগুনে রাঙাবো ঘর।
তোকে ঘিরেই বসন্তে মোর
সূর্য ওঠা ভোর,
ব্যস্ত নগরীর ক্লান্ততাও যেন
স্বপ্নিল কোনো শহর।