তুমি বলেছিলে আমায় জোছনা দেখাবে।
আমি অধীর আগ্রহ নিয়ে-
ঠিক সন্ধ্যা নামার একটুকু আগেই এসে বসেছিলাম
চির পরিচিত সেই পথের বাঁকে।
তুমি বলেছিলে-"অপেক্ষায় থেকো আমি আসবো",
আমি অপক্ষায় ছিলাম,
আর আমার সাথে আকাশের তারাগুলোও যেন
অপেক্ষার প্রহর গুনছিল,তুমি এলেই জ্বলে উঠবে।
সকল ক্লান্ত পথিক বেলা শেষে ঘরে ফিরে যায়
পাখিদের সাথে;সকল আঁধার সরিয়ে সুখ প্রদীপটা
আলো ছড়ায় প্রতিটি কুঁড়ে ঘরে,
শুধু তুমি ছিলেনা সেখানে।
নিস্তব্ধ একাকীত্ব ছিলযেন শুধু আমাকেই ঘিড়ে,
আমি অপেক্ষায় ছিলাম তবুও তোমার পথ চেয়ে,
তুমি আসোনি।
আমি বুঝেছি তুমি হয়তো আমায় ভালোই বাসনি।
যদি ভালবাসতে জোছনা দেখাতে,
যদি ভালবাসতে কাছে আসতে,
যদি ভালবাসতে কথা রাখতে।
তুমি সত্যি আমায় ভালোবাসনি।