এক ঝাক পাখি আর কত দূর যাবে-
উড়ে উড়ে এই সীমান্ত ছেড়ে?
যদি নাহি পায় একটুকো আশ্রয়,
গাছের ডালও যদি নাহি দেয় ঠাই-
কোথা যাবে তবে ক্লান্ত প্রহরে?
পিপাসায় কাঁতরে অকালে মরবে,
ভবঘুরে পাখি সব মাটিতে ঝড়বে,
মিশে যাবে কোনো আঁধার জগতে।
দেখেনিও হে ভবিষ্যৎ তবে-
একদিন তুমি সত্যিই কাঁদবে।