তবে কি ভুলে যাবে ফাগুন হাওয়া?
গোধূলি লগন সন্ধ্যা বেলা,
কাশফুল, ঘরে ফেরা কাক
তুমি-আমি ঝিঁঝিঁ পোকার ডাক।
ভুলে যাবে কি পথ চলা?
হাতে হাত রাখা সুগন্ধি গোলাপ,
চায়ের কাপ, কবিতার খাতা-
ও রং ক্যানভাস।
ভুলে যাবে কি সব মুছে অনুভব?
স্মৃতির পাতা, শুকনো বকুল,
অথবা, চিঠির খাম।