ভুলে গেছো কবিতা-
ভুলে গেছো তুমি।
কত রাত জেগেছি, ছন্দ কুড়িয়েছি,
কতবার সাদা কাগজের বুকে খোঁদাই করেছি-
কলঙ্ক এঁকেছি কালো কালিতে;
শুধু তোমার কারণে।
তবুও অবশেষে দূরত্ব বেড়েছে,
খুব অজান্তেই তুমি ভুলে গেছো আমাকে।
তবুও কাছে আসি,
তুমি চাও বা না চাও।
তোমার অবহেলা কখনো দুঃখ দেয় না-
বরং নতুন করে ভালোবাসতে শেখায়।
প্রতি নিয়তই তাই ভালোবেসে যাই
তোমার অনিচ্ছায়।
জানি অপরাধ, তবে ক্ষতি নেই।
আমার রাজ্য জুড়ে তোমারি প্রতিচ্ছি
শুধু মনে রেখ আমি সেই আগের মতোই আছি।