বয়স কমে বাড়ে প্রতি বার
সকালে দশ দুপুরে একাত্তর রাতে একুশ,
কখনো থমকে দাঁড়ায় জীবন ঘড়ি
প্রসবের বেদনায় ছুটি তাড়াতাড়ি।


অনেক দিন পর ভোরের তারা দেখলাম স্বচ্ছ
আঙুলে আঁকে চন্দ্রা, দোয়েলের শীষ
কালো কাক আড়াল করে অখাদ্য ভোরের আলোয়,


কাঁচের গ্লাসে জল খেয়ে জীবনের হাত ধরে হাঁটি প্রতিক্ষণ
জানো বাড়তে ইচ্ছে করে সৃষ্টির মতোন
বাড়াতে ইচ্ছে করে সূর্যের মতোন
আসলে আমার বয়স পৃখিবীর সমান।