চাই বনাঞ্চল চাই বনায়ন
এক বৃক্ষ রোপণ করি দুই হাতে
শ্রাবনে এই বসন্তে।


মাটি চায় বৃক্ষের স্পর্শ
ছোঁয়ে দাও স্পর্শ করো
শিকড়ে মোড়ানো মাটি আলো সূর্যের ছায়ায়।


চোখের দৃশ্য-অদৃশ্য জল
সবুজ ঢেঊয়ে মেঘ নাড়ে
রংধনুর লাজুক হাসি জ্বলুক জল রঙা জলে।


ফিরিয়ে দাও বনাঞ্চল ফিরিয়ে দাও বনায়ন
না থামা বৃষ্টি মাটি ভেদ করে
জাগো বহমান চোখ মেলে গ্রাম্য নগরি।