মাথার ঊপরে মেঘ মেঘের দেশ
আপাতত ধরি না তা
বৃষ্টি'র সাথে মাখামাখি খুব
হাওয়ার হাতে পাতা নড়ার সুখ,


নাড়িয়ে দেয় বিলিয়ে দেয়
ঢেলে দেয় তার সমস্তটা
কোয়াশার কারুকাজে ভোরের ঘাসের জলে রাঙিয়ে পা
লিপিকা'র নাকফুলে।


ধান পাতার ঢেউয়ের নৃত্যে মেঠোপথের ধূলোর লুকোচুরি
মানুষ মানুষেরার ভারসাম্যের ছায়ারেখা
পায়ের নিচে মাটি জমা মাটির আলো
বর্তমানে তালাশ করি কারে আর,


লাল লাল সাদা ফুল কাদাজলে কাঁচাফুল
প্রাঙ্গণে লাল রক্ত সাদা-কালো মোড়ানো মলাটে
লাল বসন্তে রাঙায় চোখের দৃশ্য-অদৃশ্য জল
রক্ত পূঁজা রঙে কাটি রক্তে দাগ।