অসমাপ্ত থেকে যায় অনেক কাজ
হয়ে উঠে না আর
বাতাসে উড়ে যায় সুনীতি চেতনা কয়লা পাথর
প্রেম ভালোবাসা মানবতা আর
তরতাজা মগজ ফ্রেমে জাদুঘর কেবল।


স্বপ্নপথে শিশুর অসার ভাতঘুম
লন্ডভন্ড সমাজ ব্যবস্হা পানিতে ভাসায় গাছের আগা
মেহেদী রঙে হাত ধরে ষোড়শী মন
শ্লোগান তুলে জাগে তার সাথে
ভরা জ্যোৎস্না থেকে ভোরের রবির দিকে।