মানুষেরার নির্যাতনে কষ্ট পেয়েছি খুব
ছায়া কেবল পাশে, চলে সাথে
গাভীর বাছুরের মতোন দৌড়াতে পারি না
হাঁটি নবজাতক শিশু আমি।


এ ভাবে আর কতো দিন
এই ভাবে কি থাকা যায়
কথাগুলো হয় না শুনা কোথাও
প্রেম ভালোবাসা গায় না গান।


পরিপূর্ণ শূন্যতা অর্জনহীন স্বাক্ষরতার মুখ
লুকানো ব্যানার আমারে করেছে ক্লান্ত,
গাছের পাতায় সূর্যালোর আয়নায়
দেখি তারে হাওয়ার সাথে, বৃষ্টি'য়
ভেজে ভেজে চলি একা ছায়া ছাড়া।


ইচ্ছে করে কবি'র ঘরে বাস করি
প্রেম ভালোবাসা নিয়ে
খেলো বন্ধু আর ছায়ার সাথে।