দেখা হলো বারো বসন্তের ব্যবধানে
গ্রামের সুযোগ্য এক বাল্যবন্ধুর সাথে
ভালা আছো, কই থাহ
আবুদুব কয়ডা, আবুরা কিয়ে পড়ে
বউয়ে কি পাশ, তুমি চাকরি না
কি কর ব্যবসা, রাইজ্জার দিন বাদে দেহা আমার লগে।


প্রশ্নের পর প্রশ্ন, আমাকে
জড়ায়ে ধরে তারপর অনেক গল্প
জানা হলো আমাদের।


আমি তোমার বাল্যবন্ধু আর এখনো বন্ধু আছি
দু'বন্ধুর মুখোমুখি দৃষ্টি, অদৃশ্য জল
কি যেন পাওয়া না পাওয়ার যন্ত্রণা।