প্রতিদিনই জন্ম দিন আমার
মৃত্যুর রিহার্সেল দেই বার বার ঘুমে
অনৈতিক চারিত্রিক আঘাতে
রক্তাক্ত শরীর- ছিন্নভিন্ন অভিন্ন মন।


বৃষ্টির সাথে আকাশ নেমে আসে এখানে
লালিত তায়ে ফুটে জ্বলন্ত ফুল
সুগন্ধময় সৌরভে রাঙায় ভোর
কঙ্কালে গজায় পাতা আর রক্তে
হাত ভরা মায়া বিছানায় প্রেমের উপ ছায়া।


অদম্য মুক্তিযুদ্ধ জাগ্রত মুক্তিযোদ্ধা স্বাধীন
সৃষ্টির ক্ষুধা, আনাগোনায় ক্ষ্যাপা দৃষ্টি খুব
প্রতিকালই জন্ম দিন
আমার প্রতিদিন জন্ম দিন।