অঘ্রাণ কাটছে ক'দিন পরই পৌষ
শীত উৎসব, ষড়ঋতুর
ধীরে ধীরে চিত্রটা বদলেছে
উৎসবের দেশে বাঙালির।


রাঙানো রঙে স্বরূপ বাংলার
বহমান বুক মুখ তার ষোড়শী অদম্য
কুয়াশার কারূকাজ ভেদ করে
নির্মল হাওয়ার অনুভব বসন্ত,


ভোরের ঘাসের জলে রাঙিয়ে পা
মগড়ায় রোদেলার মাখামাখি খুব
বর্ষায় পলির পার্বনে শ্রাবন মেঘের দিনে।


প্রাণের টানে রৌদ্দুর ঊৎস
অবারিত বহমান লাল সবুজের বেশে
চলো যাই, চলছে উৎসব উৎসবের দেশে।


২১.১১.২০১৮