চলার পথে চেতন মনে ভুলে যাই অনেক কথা
ব্যথার যন্ত্রণায় আয়েশ ঘুম হয় হারাম,
ক্ষ্যাপা প্যাঁচার সুরে শুনি অদৃশ্য-দৃশ্য
শুকনো পাতায় ভরে বৃক্ষের প্রাঙ্গণ
ভেদ করে হাওয়া দেখায় ঘাসের অঙ্গ।


দুল দুল দোলে ফুল
যদিয়ো চলে ভুলের বিক্ষোভ,
শিকড়ের শেষে বিন্দু ঢাললো জল
পথিক চলে পথে, যেন
ঠিক কালোর বুকে আলো রেখা।