আমি জেগে আছি
তুমি উঠবে কি আর
ঘুম থেকে?
সময়ের ধমনী ছিঁড়ে
দেহকে প্লাবিত করে
তুমি যে দিয়েছো আজ
জল শামুকের বেশে ঘুম!

ঝিরঝির বৃষ্টিতে ঘুম ভাঙে
ঘুমোতে যাবার আগেই ঘুম ভাঙে
তুমি উঠবে কি আর
ঘুম থেকে?

দুঃস্বপ্নের স্বপ্ন দেখে ঘুম ভাঙে
স্রষ্টাকে ডাকার আশে ঘুম ভাঙে
পৃথিবীকে জানান দিতে ঘুম ভাঙে
তুমি উঠবে কি আর
ঘুম থেকে?

তুমি সমুদ্রে থাকো
উত্তাল সমুদ্র দেখো
তবুও ভাঙ্গে না তোমার ঘুম
তুমি যে দিয়েছো আজ
জল শামুকের বেশে ঘুম!