চাদের মত রুপ যে তোমার
মন কেড়ে নেয় শত
লাল বাহারি ঠোঁটের হাসি
দাম বল তার কত?


মনের কোণে ভেসে উঠো
সব উঠে তাই লাটে
কোন সে জাদু চোখের কোণে
মন বসে না পাঠে।


কন্যা তুমি এমন কেন
একটু হেসেই বাঁধ
একটু গেলে করতে আদর
ধুম করে তাই কাঁদ।


ভয়েই আমি চুপ করে যাই
বুক করে যে দুরু
তোমায় বাগে আনতে আজি
তাই খোজে যাই গুরু।


৭।১১।১৪