আমি শান্ত,অশান্ত,জগত বিষ্ময়ী,
নতুনত্বের সম্মুখ দ্বারে রহস্যময়ী।
আমি দূর্বার,দুরন্ত,তীক্ষ্ণ সংশয়ী,
সহস্র যন্ত্রনার ভীড়ে অদৃশ্যময়ী।
কারন– আমি নারী ।


আমি অধৈর্য্য,দৃঢ়,সীমাহীন আত্নপ্রত্যয়ী,
সংগ্রামী চেতনায় উদ্বেল,স্বপ্নময়ী।
আমি প্রিয়তম-র ভালোবাসা,ছলনাময়ী,
সন্তানের অগাধ বিশ্বাস,মমতাময়ী।
কারন–আমি নারী ।


আমি প্রেয়সী,প্রেম পূজারিণী,করুণাময়ী,
কখনো বিষাক্ত,আবার ভালোবাসা সঞ্চয়ী।
আমি দীর্ঘশ্বাস,ছারখার ধরণীর কল্যাণময়ী,
সতেজ প্রাণের স্পন্দন,নিষ্পাপ,স্নেহময়ী।
কারন–আমি নারী ।


আমি জলপ্রপাত,হিমসাগর,জ্বালাময়ী,
অবাক পৃথিবীর মিলনমেলায় তুলনাময়ী।
আমি বজ্রের ন্যায়,অকুতোভয়,অনুনয়ী,
সৃষ্টিতে বিষ্ময় চির বিষ্ময়ী।
কারন-আমি নারী।


আমি উন্মুক্ত তরবারির শাণিত ধারা,
যুদ্ধজয়ী রণক্ষেত্রের বিশাল বক্ষে মৃত্যু বিনয়ী।
শান্তির মহা প্রতীক আমি,মহাময়ী,
হৃদয়ের দুর্দিনে বিধাতার আশ্রয়ী।
কারন–আমি নারী-।।