অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় স্বপ্ন ভাঙুক!
সুখের ছোঁয়ায় সেও না হয়;
আমি ছাড়া একটু হাসুক।


অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় কষ্ট চিনি!
নষ্ট সুখের মিথ্যে মায়ায়;
মরীচিকার স্বপ্ন বুনি।


অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় ছাড়তে শিখি!
একলা রাতের দু:খগুলোয়;
জীবন নামক ডায়েরী লিখি।


অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় নিজেই হারাই!
সে হীনা প্রেমের গোলাপ;
আমিই ব্যাথার পায়ে মাড়াই।


অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় অশ্রু ঝড়াই!
সে ছাড়াই ভগ্ন সুখে;
যাইনা লড়ে বাঁচার লড়াই।


অনেক তো ভালোবাসলাম;
এবার সেও মুক্ত হউক!
ভালোবাসার নতুন জালে;
বুনন করে পূর্ণ সুখ।


অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় ঘৃণা আসুক!
কষ্ট ছায়ার মরণ রথে;
স্বপ্নগুলো শুন্যে ভাসুক।


অনেক তো ভালোবাসলাম;
এবার না হয় মৃত্যু আসুক!
বিদায়বেলায় মিথ্যে হলেও;
সেও না হয় একটু কাঁদুক।।