সবার বাবা ভাল,
শুধু আমার বাবা নয়।
খেলাধুলা দেখলেই যে তার
মনে জ্বালা হয়।


বাবা আমার মস্ত পাষাণ,
ভীষণ এক আপদ।
একটুখানি দুষ্টুমিতেই
বড্ড যে তার ক্রোধ।


বাবা আমায় বাসেনা ভাল,
দেয় শুধু বকা।
আমিও বাবা পড়বোনা দেখ,
দিয়ে তোমায় ধোঁকা।


ছেলেবেলা পারকরে আজ,
দেখছি ঝাপসা কোনো আভা।
আমি এখন অনেক বড়,
হয়েছি এক বাবা।


বাবারও যে স্নেহ ভরা,
থাকে একটি মন।
ভালবাসা থাকে কত
বুঝি যে এখন।


শাষণ-বারন সবই করে,
রাখতে মোরে ভাল।
নিজেকে বাবা জ্বালিয়ে দিয়ে,
দেয় যে মোরে আলো।


সব সুধীলেও হবে না শোধ,
বাবা তোমার ঋণ।
চাই যে পেতে ফিরে আবার,
পুরানো সেই দিন।


তোমায় ছাড়া সবই হবে বাবা,
আগ্নেয়গিরি লাভা।
সবই জানি, সবই বুঝি,
এখন আমিও এক বাবা।