দাদু তুমি হারিয়ে গেলে,
কোন সে অচিন পুরে?
আসবে না আর কভু তুমি,
আমার কাছে ফিরে।


আমায় ছেড়ে কোথায় গেলে,
তুমি কত দূরে?
খুঁজি তোমায় সব খানেতে,  
সব মানুষের ভীড়ে।


করেনা কেউ তোমার মত,  
দুষ্টুমি আর রাগ।
দরদ গলায় দেয় যে কেউ,
দাদু ভাই বলে ডাক।


করেনা আজ তোমার মতো,
কেউ তো এতে আদর।
পাই না খুঁজে মুখ লোকাতে,
তোমার গায়ের চাদর।


কাঁদলে আমায় নেয় না তো কেউ,
কোলের কাছে টেনে।
আদর করে মজার খাবার,
দেয় না তো কেউ এনে।


পারিনা আজ ইচ্ছা হলেই,
তোমার কাছে আসি।
তোমার কথা ভাবতেই আমি,
নয়ন জলে ভাসি।


ছিলে যখন বুঝিনি তো,
কি ছিলে গো তুমি।
হারিয়ে তোমায় দেখছি এখন,  
ছিলে অনেক দামী।