এই মাটিতে জন্মেছি ভাই
মাটি আমার মা।
জীবন গেলেও এই মাটি রে
ছেড়ে যাব না।
এই মাটিতে সুখ যে আমার
এই মাটি মোর ব্যথা।
এই মাটিতে মিশে আছে
মোর জীবন কথা।


দুঃখিনী মা আমার ঘুমায় আছে
এই মাটির তলে।
নিজ হাতে তারে গাড়িয়া দিয়াছি
ভাসায় নয়ন জলে।
মাটি রে আমি বড় ভালোবাসি
পাইলে ও শত দুঃখ।
এই মাটিতে পাই যে খুঁজে
আমার মায়ের মুখ।

ফরিয়াদ মাঙ্গি তোমার তরে
ওহে অসীম দয়াময়।
চাঁদবদনী মা যেন মোর
বেহেস্ত বাসী হয়।


শত বেদনার স্মৃতি যে মোর
এই মাটিতে মিশে।
ছেড়ে যাবনা কভু এই মাটি
মোর মরণ যদি আসে।
শত আপনজন কাফনে মোড়ায়
দিয়াছি তারে সঁপে।
এই মাটি মোর গোর যেন হয়
বলি স্রস্টারে জপে।


এই মাটিতে দাদা-দাদী মোর
আরও দু'টি বোন।
তাই বুঝি হায়! এই মাটি
মোর এতটা আপন।
এই মাটিতে চির নিদ্রায়
মোর রক্তের বাঁধন ভাই।
এই মাটি রে ছেড়ে আমি
কেমনে বলো যাই।


বাপরে আমার রাখিয়া দিও
মায়ের শয়ন কুলে।
বাজান যদি যায় গো
চলে জগতের মায়া ভুলে।
তোমার তরে আর্জি
ওগো খোদা দয়াময়।
আমার বাপের মরণ যেন
ঈমান সহিত হয়।


তোমাদের তরে আর্জি রইলো
শোন ওহে ভাই।
আমার গোরের মাটি যেন
এই মাটিতে ই পাই।
আরও একটি অনুনয় মোর
রইলো সকলের তরে।
সহধর্মিণী রে মোর গোরস্থ করিও
মোর একই গোরে।