ঘুড়িয়া-ফিড়িয়া চিনেছি ধরণী,  জেনেছি অনেক অজানাকে।
হয়নি চেনা নিজেকে আজও জানিনা আমি কে?


জেনেছি অনেক অজানা তথ্য, খুলেছি কত রহস্যের জট।
তবু আজও হৃদে জাগে কত প্রশ্ন, কিছু যৌক্তিক কিছু উদ্ভট।
অথচ আজও হয়নি জানা নিজের গন্তব্য, হয়নি চেনা নিজের স্রষ্টাকে।
জানি নে হায় আমি কে?


অর্জন করেছি কত যে সনদ, কত যে পদক
জয় করেছি মহাকাশ, আরও সাগর অতল।
পারিনি জানতে ধরণীর বুকে মোর সময় কত যুগ,  কত কাল।


জীবনের শেষ লগ্নে এসে একটা প্রশ্ন বার বার তাড়া করে আমি কে? কে আমি?
আজও পাইনি তার উত্তর, পাইনি সে হিসেব কোষে।
এমনি করে জানি নে কবে স্রষ্টার ডাক আসে
সব ছেড়ে হায় চলে আমি ধরণীর সময় শেষে।