কস্টগুলো নিজের করে
রেখে দিলাম নিজে।
অযথা তাই চাইছি না কেউ
নয়ন জলে ভিজে।


বন্ধু রে তুই থাকিস ভাল
আমায় ছেড়ে গিয়ে।
আমি না হয় রইবো বেঁচে
তোর স্মৃতি বুকে নিয়ে ।


একটু সুখের স্বপ্ন নিয়ে
বেঁধেছিলেম ঘর।
কে জানিত ছেড়ে যাবি?
করে দিয়ে পর।

যায়না দেখা ভালবাসা,
যায়না দেখা মন।
পাবিনা রে খুঁজে আমায়
ফিরে আসবি রে যখন।


নাইবা এলি ফিরে কভু,
নাই বা দিলি ডাক।
নিজের মত বন্ধুরে তুই
অনেক সুখে থাক।


তোকে ছাড়া ভালই আছি,
আছি মহাসুখে।
মহাসুখের শূন্যতায় আজ
পাথর জমা বুকে।