মিথ্যের মাঝে জীবনধারণ,
মিথ্যে বসবাস।
মিথ্যের কাছে হেরে আমি
মিথ্যের কৃতদাস।


মিথ্যে শহর, মিথ্যে নগর,
মিথ্যে রাজ্য আমার।
মিথ্যের স্বর্গে বসে আমি,
মিথ্যে চমৎকার।


মিথ্যে আমার দিন শুরু হয়,
মিথ্যে দিয়ে শেষ।
মিথ্যে রাজার রাজ্য শাসন,
ভালই আছি বেশ।


কখনও মিথ্যে মজা করে হয়,
কখনও আবার  বাধ্য।
কখনও আবার মিথ্যে ছাড়া
জোটে না পেটে খাদ্য।


মিথ্যে স্বপ্ন, মিথ্যে আশা,
মিথ্যে অভিলাষ।
মিথ্যের কাছে হেরে আমি
মিথ্যের কৃতদাস।


কখনো আমি ব্যর্থ হয়ে,
মিথ্যেবাদী পিতা।
কখনো আবার মিথ্যে দিয়ে
বক্ষ্যে জ্বালাই চিতা।


মিথ্যে কথা নয় এগুলো
দিচ্ছি প্রতিশ্রুতি।
মিথ্যে কথা ধর্ম আমার,  
আমি সমাজপতি।


মিথ্যে জীবন, মিথ্যে ভুবন,
মিথ্যে সকল আস।
মিথ্যের কাছে হেরে আমি
মিথ্যের কৃতদাস।