সুখের পিছু ছুটছে সবে,
বৃদ্ধ,যুবক-তরুণ।
কেউবা একটু সুখ খুঁজে পায়,
কারও জীবন করুন।


বৈঠা হাতে ছুটছে সবাই,
বাইতে সুখের তরী।
কারও হাতের বৈঠা হারায়,
কেউবা দিল পাড়ী।


মরীচিকা হায়,
এই পৃথিবীর সকল রঙের মেলা।
তবু কেন হায়,
তারই তরে বাঁচা-মরার খেলা।


চাইছি যাহা পেতে হায়রে,
সবই যেন মিছে।
তবু তো হায় ছুটছি সবে,
মরীচিকার পিছে।


অনেক খুঁজে ক্লান্তি শেষে
যদি মিলে সুখ।
নিমিষেই তা ঢের ছুটে যায়
ব্যথায় ভাঙ্গে বুক।


মস্ত সুখের স্বপ্ন নিয়ে
আকাশ পানে ওড়া।
বেলা শেষে সবই মিছে,
গোলক ধাঁধায় ঘোরা।


কিসের মায়ায়-কিসের নেশায়
ছুটছি তারই তরে।
রইবেনা কেউ শয়নে মোর,
দুঃখ এলে পরে।


সুখের পিছু ছুটতে গিয়ে
সবই গেল খোঁয়া।
যোগ-বিয়োগের হিসেব শেষে
সবই দেখি ধোয়া।


বই