হাজারো প্রশ্নের মাঝে একটি প্রশ্ন
খুঁড়ে খায় বার বার।
স্বাধীনতা কি? দেখা পাব কি কখনও তার?


স্বাধীন হয়েও যদি থাকে সত্য বলার ভয়!
তবে এই স্বাধীনতা তুমি তো আমার নয়।


স্বাধীনতা যদি হয় ক্ষমতার আরেক নাম।
তবে বীর শহীদের রক্তের কি সে দাম?


স্বাধীনতা তুমি বুঝি সত্যের পক্ষে নয়?
তাইতো অপরাধী বিচারের আড়ালে রয়।


স্বাধীনতা কি সেটা জানতে স্বাদ হয়।
বাঁচা-মরার ভয় সে তো মোর আর নয়।


স্বাধীনতা তুমি কি ধর্ষণ-রাহাজানি?
অন্যয়, অবিচার, খুন আর হানাহানি?


স্বাধীনতা কি তবে ক্ষুধার্তের চিৎকার?
নাকি অবহেলিত মুক্তিযোদ্ধার ধিক্কার?


স্বাধীনতা কিনে নিলে পিচাশ আর হায়না!
তবে এই স্বাধীনতা আমাদের চাই না।