স্বাধীনতা তুমি সূর্য ওঠা
প্রথম সকাল বেলা।
স্বাধীনতা তুমি রক্তিম আকাশে
কাঁচা রোদের খেলা।


স্বাধীনতা তুমি কেড়ে নিলে
লাখো শহীদের প্রাণ।
স্বাধীনতা তুমি এনে দিলে
বাংলা মায়ের মান।


স্বাধীনতা তুমি করে দিলে
বাংলার আকাশ লাল।
স্বাধীনতা তুমি গুড়িয়ে দিলে
রক্ত শোষণ কাল।


স্বাধীনতা তুমি এনে দিলে
মুক্তির সন্ধান।
স্বাধীনতা তুমি অভাগী মায়ের
হারিয়ে যাওয়া সন্তান।


স্বাধীনতা তুমি বাংলা মায়ের
অবুঝ শিশুর ভাষা।
স্বাধীনতা তুমি রক্তে আঁকা
মানব মুক্তির দিশা।