সত্যের নেতা হয়ে জয় চাই সত্যি,
মনোবল নেই মোর কাছে এক রত্তি।
ন্যায়ের পথে আছি, আমি ভাই মস্ত,
প্রয়োজনে কথা নেই চলে যাই অস্ত।  


সত্যের কথা বলে সভা করে দিন-রাত,
ছোট-বড় সবখানে পেতে রাখে দুই হাত।
সমাজের মাথা তোলা শয়তান-হারামি ,
কোন কাজে নেই শুধু করে যায় ভাঁড়ামি।


ভাইদের পিছু হেঁটে বয়স মোর কেটে যায়,
ডান হাত আছি আমি আমাকে কে আট্‌কায়।
নেতা মোর যা বলে তাই শুধু করে যাই,
বিবেকের মাথা খেয়ে অবিচার-অন্যায়।


ভয় পেয়ে বসে মোরা আজ তাই তুচ্ছ!
চেয়ে দেখ বীর তুমি কাকে ভয় পাচ্ছো?
স্বাধীনতা ছিনিয়ে আনলো যে বীর সৈনিক,
ছিল শুধু সাহস আর মনোবল অপরিসীম ।


আজ কেন চুপ করে গোলামি করছো,
নীরবে কেন তবে ধুঁকে ধুঁকে মরছো।
আর কত এভাবে সইবে অবিচার,
জেগে ওঠো, নাও কেড়ে ন্যায্য অধিকার।