সত্য কথা বলিস নে ভাই,
সত্য বলায় দোষ।
সত্য ছেড়ে করতে হবে
অন্যায়ে আপস।
যা ঘটে তাই মেনে নিয়ে
খুশি মনে থাক।
বিবেক তোমার ভাল-মন্দ
নিজের কাছে রাখ।

সত্য কথা হতেও পারে
জীবন নাশের  কারণ।
বাঁচতে হলে জেনে রাখ
সত্য বলা বারণ।

জানবে-বুঝবে সবই তুমি
মুখ রাখবে বন্ধ।
দেখেও তো হায় দেখলে না যে
তুমি বাপু অন্ধ।
ন্যায়ের পক্ষে নেই তো এখন
মানুষ নামক প্রাণী।
প্রতিশ্রুতির ঝোলায় ভরা
শুধুই ন্যায়ের বাণী।


ন্যায্য কথা হতেও পারে
জীবন নাশের কারণ।
বাঁচতে হলে জেনে রাখ
সত্য বলা বারণ।


নেতা তোমার যেমনই হোক
গাইবে গুণগান।
না হয় তোমার মুণ্ডু যাবে
থাকবে না আর প্রাণ।
তাইতো বলি নেতার গোলাম
রও যে চিরকাল।
জগত জুড়ে এমনই হয়
সত্যবাদী র হাল।


নেতার কথার বাইরে যাওয়া
জীবন নাশের কারণ।
বাঁচতে হলে জেনে রাখ
সত্য বলা বারণ।


সত্য তোমায় মুক্তি দিবে,
সত্যের হবে জয়।
তবে কেন চুপ করে আর,
কিসের এত ভয়।
সত্য তোমায় পথ দেখাবে,
সত্যে উঁচু শির।
সত্যের পথে মরণ হলেও
তুমি আসল বীর।