আর কত দূর (?)
পার করে বহুদূর
চোখ দুইটি যত দূর যায়
দৃষ্টির সীমানায় ।
দক্ষিণা বাতাস বহে
দেখি মুক্ত আকাশ
সব পুরোনো জঞ্জাল
পুরোনো সেই নীড়
ছোট নদী বয়ে যায় ।
গল্প আর গল্প নেই
পুরো বিশ্বজুড়ে নিঃশেষ
হয়ে যাচ্ছে কতশত প্রাণ
ভয় উঠে কেঁপে কেঁপে
মৃত্যুর মিছিল আমরা জাতি
সামিল আর কত দূর
আর কত দূর ।