স্বপ্ন মাঝে হারিয়ে যাই
কোন এক অচিন দেশে
যেখানে পেলাম
বন-বনানী,
সবুজে ঘেরা গাছের সারি
ডালপালায় ঘিরে আছে
গাছের ফাঁকে সূর্যের আলো
খেলছে খেলা অবিরত ।


উঁচু নিচু মাটির ঢিপি
পিঁপড়ে করে বসবাস
সুখ জেগেছে মনের ভিতরে
কোন  রঙিন ফুল ফুটেছে
সুখের জেগেছে আন্তরে এক
নতুন আলোর খুঁজে
লাগলো চোখে সমাহার
সে কোন  অচিন দেশে ।


*ছন্দ ছাড়া কবিতা ।