ভালোবাসা হলো
বৃস্টি ভেজা রাত
সে এক রোদ্রতপ্ত দিন
একটি মেয়ের মুখের হাসি
কিংবা এক রাশ  প্রেমের আলোর ঝলকানি
লাল রক্তিম আভা বর্ণমালা;
সোনালী বর্ণে আঁকা ক্যানভাস জুড়ে ছবি,
মখমল আবৃত গায়ে চাদর
ভালোবাসা হলো ক্ষুদ্রতম রশ্নি
ভালোবাসা মানে,
মনের ভিতরে বাজে,সুর  
করুন কোন বেদনা দায়ক সুর
কিছু আশা, কিছু শব্দ
কারো ছন্নছাড়া জীবনকে
এক করে কাছে টানা ।
" তুমি বললো, আমি তোমাকে ভালোবাসি
আমি গরিব আমার গাড়ি নেই বাড়িও নেই !
আমরা দুইজন রাস্তা হেটে হেটে চলবো।
কথা গুলো  অযুক্তিক কারণ সেই ছেলেটি একটি মেয়েটি কষ্ট দিয়েছিলে ।
সেই মেয়েটি তার জন্য সব ছেড়ে "এখন একা " ।
তাহলে, নতুন করে অন্য কোনো মেয়েকে
সেই ছেলেটি কিভাবে বলে  "জীবনে এক সাথে থাকবে  "অযুক্তিক"
দেখবে, সেই নতুন মেয়েটি চলে যাবে ফেলে তাকে একা করে
পৃথিবীটা বড়োই অদ্ভুত  
সৃষ্টিকর্তা কাছ থেকে এই Recycle
স্মৃতি হয়েছে ।


স্বপ্নগুলো গড়াগড়ি, খাচ্ছে একাকী
কিসের, বাসনা দূরে
ঠেলে দেয়
আপনজনকে !
ঘর বাধার স্বপ্ন জাগে মনে
একটি ভালো-বাসা
হবে টোনাটুনির সংসার ।


ভালোবাসা হলো
বৃস্টি ভেজা রাত
সে এক রোদ্রতপ্ত দিন
একটি মেয়ের মুখের হাসি
কিংবা এক রাশ  প্রেমের আলোর ঝলকানি
লাল রক্তিম আভা বর্ণমালা ।