শুক্রানো হতে সৃষ্টি
এক বিন্দু  হতে বৃষ্টি
বিন্দু হতে সৃষ্টি প্রাণ ।


মহাবিশ্ব মিলায়ে হেতা
সবকিছু যে সৃষ্টিকর্তার উপহার  ।


ওই দূরের নক্ষত্র সারি সারি  
গ্রহ নক্ষত্র ছুটছে এক অদৃশ্য বলয় ঘিরে
ওই শত কোটি কোটি বর্গ মাইল
আলোক বর্ষ দূরে কৃষ্ণগহ্বর দাঁড়িয়ে আছে
এক বিন্দু হতে সৃষ্টি
মিলায়ে  আড়ালে
মিলায়ে স্বপ্নলোকে ।



*কবিতার বর্ণন :
শুক্রানো থেকে সৃষ্টি মানুষ
কবিতাতে " এক বিন্দু " বুঝানো হয়েছে
মানুষের জন্মলগ্ন ।
মানুষের পক্ষে সম্ভব
বিশাল বিশাল অট্টালিকা তৈরী করা
মানুষের পক্ষে সম্ভব মহাবিশ্বের খোঁজখবর নেয়া
বা গ্রহ নক্ষত্র আবিষ্কার করা বা নতুন কোনো আবিষ্কার
গড়ে ইতিহাস সৃষ্টি করা ।
কিছুদিন আগে "ব্ল্যাকহোলের" ছবি তুলে
মানুষজাতিকে দিলো সেরা চমক
মানুষ বিজ্ঞানের মোর গড়িয়েছে  
মানুষ পারে তার স্বপ্নকে সত্যি করতে ।