দ্বন্দ্ব ও নিন্দা চারিপাশে
মিথ্যাবাদীর শাস্তি কি হবে ?
না কি মানুষ মনের
অজান্তে মিথ্যা বলে যায়
টাকা হলো দুনিয়ার মাথা
মানুষ গুলো ছুটে বাড়ায়ে টাকা নেশায়
এই নেশা  যেন পরিণত হয় মৃত্যুর নেশায়
পিচাশের রক্ত চুষে পান করবার
মেতে উঠবার  খেলা যেন
সমাজে অনেকেই অহরহ
মিথ্যা কথা বলে যাচ্ছে
সকল পাপের মূল যে মিথ্যা
সত্যের কালো পর্দা ছিঁড়ে
সত্যের জয় হবে
মিলবে আলোর পথের ঠিকানা  
ঘুচে যাবে অভাব ।


*ছন্দ ছাড়া কবিতা ।