এই নিয়ে বসে রই
বোবা মুখে কানে শুনি
দূর হতে সুর বাজে
সুরে সুরে মোর
পরান নেচে উঠে
জীবনে আলো জেলে
নিভে যাওয়া আলো পুনরায়
আরো একবার
শুধু শখ বড়ো জাগে
তার পবিত্র মুখটি,দেখিবার
এক জীবনে চলে যাওয়া সময়ে
অনেক কিছু চাওয়ার ছিল
পরে থাকা স্মৃতি
মোর জীবনে আর মোর মরণে ।