রূপকথার জীবনটা এক সময়ে
হারিয়ে যাবে তোমার মনের গহীনে
তলিয়ে যাবে  যান্তিক শহরে
কাজের বন্ধন ভেদ করে
তুমি  বাসা বাঁধবে অন্য প্রাণে
পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
হবে অতীত
আর কয়েক ঘণ্টা !
তুমি হবে পর, বেঁছে নিবে
দূরের বসবার  
বাধাধরা জীবনটার  
এক ধাপ চুকিয়ে দিয়ে
আগুন্তুক আমি,এসেছি একই
একলা হতে ।
অযান্ত্রিক আমি
সেই গানের কলি, গাইবেন না
বলবো না তোমাকে
নাটোরে বনলতা সেন  ।


* বর্ণন :আমার বাবা দেওয়ান নজরুলের লেখা চলচ্চিত্র  "জিঘাংসা" জনপ্রিয় গানের কলি
"পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
ঠিক যেন নাটোরে বনলতা সেন "
আমি আমার কবিতা ব্যবহার করেছি ।
তার ছোয়া ধরে রাখলাম আমার কবিতায়
আজ তার জন্মদিনে ।