কবে, মিলবে সমাধান
জীবনে এলোমেলো সব কিছু ?
জীবন নিয়ে আমি ভাবি না ।
যতদূর চোখ চলে যায়
দৃষ্টির সীমানায় ততো দূর !
শুধুই দেখি, দেখে যাই
নির্দ্বিধায় যেন, প্রদীপ নিভে যায় ।
একী দ্বারায়ে একী বৃত্ত জুড়ে
চারিদিকে হয় শূন্য,
অন্ধকার, আর আলো ছায়া
ছোঁয়া ছোঁয়া হয় ঘোলাটে ভাব ।
এই হৃদয়ে তুলে রাখি, তাকে
যত সব মরিচা পড়া কিছু স্মৃতি গুলি
প্রণীত আশা আর হয় ভালবাসা
মিশে যায়
এই অন্তরে, তোমার সেই
মায়া মাখা মুখটি দেখি না,
অতি তুচ্ছ তাচ্ছিলো  একটা জীবন নিয়ে আমার !
চলছি, যতদূর চোখ চলে যায়
দৃষ্টির সীমানায় ততো দূর !
তবুও হাত বাড়াই একটুঁ শান্তি ধরবো বলে
এতকুতু সুখ যাতে আছে
এই হৃদয়ে তুলে রাখি
নতুন কোনো স্বপ্নের খোঁজে
রঙিন বাস্তবের শিকল পরা
দুইটি পা জুড়ে
মানুষ গুলোর যেন কেমন এক রোখা
অদৃশ্য আদ্ভুত বৃত্ত দ্বারা আবৃত্ত
আমিও, যে একজন মানুষ
এই পৃথিবীর
এক বৃহৎ বন্ধিশালার বাসিন্দা ।