বইয়ের একটি শেষ পাতা।
পড়ছিলাম বারান্দায় বসে,


আমার বাসার বারান্দার সামনে বড় terrace এ বাবা লাগানো
হাসনাহেনা ,গন্ধরাজ ,জবা ,গোলাপের সুবাসও পাচ্ছি  ।
বসন্তকালে শেষ সপ্তাহ
আমার আধখানা বইয়ের পৃষ্ঠা
নিশ্চুপ, হয়ে  পড়ছিলাম
" তপ্ত পরিসরে"
জাগিলো নয়নে ।
দুটি নয়ন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে
দুইজন প্রেমিকার দিকে,
প্রেমিকার হাতের ফুল
কবিতায় কবি তাই বলেছেন,


প্রেমিক হৃদয়ে আবেগ জাগিয়ে তুলেছেন এই কবি,
ছড়ালো ভালোবাসা
প্রেমিকা বলে ভালবাসার কাছে সবকিছু হার মানায়  ।


কবি সেটাই বলে তার কবিতায়।
বইয়ের পাতায় প্রতিটি পৃষ্ঠায়
যেন ভালোবাসার বহির প্রকাশ ঘটেছে
বইয়ের  শেষ পৃষ্ঠা ।
জুড়ে আঁকা রঙিন ছবি,


মোবাইল ফোন আমার কলটি বেজে উঠলো।
পুনরায় সেই অফিস সেই মিটিং
ছুটির দিনগুলো সেই হলে ফিরে যেতে হবে সেই অফিস
আজ তবে এই আটখানা থাক পৃষ্ঠা। পরে পড়বো বলে।