ব্যস্ত মানুষের ছুটছে
একি গোলকল ধারায়
একি পথে
এপাশে ওপাশে ।
রক্তিম সূর্য, প্রভাত বেলা বয়ে যায়,
ধীরে বহে বাতাস সুদূর সীমানায়
রেখে আশা সেই ছোটবেলা
ফিরে ফিরে চায়।
আশায় আশায়  দিন কাটে
কল্পনার আড়ালে উকি ঝুঁকি দুয়ারে ।

নতুন করে শুরু হয় সপ্ন, জাগে নতুন আসায়
পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে
মানুষ খুঁজছে শান্তির বাহানা
বন্ধী আমি এই দুনিয়ায়
নেই করো ঠিকানা ।
বন্ধী, কার কাছে, কিসের টানে।
কেন হবে, এতো যুদ্ধ  ?
শুধু চাই শান্তি
বেঁচে থাকতে চাই
অংগ্নিশিখা হয়ে জ্বলবো
এক রাস প্রশান্তি ।