আর নয় বাল্যবিয়ে
জাহিদ হাসান রানা


আমার কাছে মরণ ব্যাধি বাল্যবিয়ে,
যা করলে পুলিশ তোমায় যাবে নিয়ে।
ভালো কাজ করতে তোমার কিসে অসুবিধা,
ভেবোনা খারাপ কাজে অনেক সুবিধা।
বাল্যবিয়ে প্রতিরোধে এসো সবাই এগিয়ে,
বাল্যবিয়ে হতে দেখলে দাও তাদের ধরিয়ে।
বাল্যবিয়ের সাথে যদি কেউ থাকে যুক্ত,
বাল্যবিয়ের হাত থেকে হতে পারবেনা মুক্ত।
নিজেকে বুঝাও আগে তারপর পরিবার, বাল্যবিয়ে করলে তুমি পাবে না নিস্তার।
সমাজ থেকে রাষ্ট্র সবার কাছে দাও ছড়িয়ে,
জেল,জরিমানা হবে তার করলে বাল্যবিয়ে।
সবাই মিলে শপথ করি,
বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ি।