স্বাধীনতা
জাহিদ হাসান রানা


একটি শব্দে হয়নি লেখা
বাঙালির স্বাধীনতা,
এই একটি শব্দে লুকিয়ে আছে
হাজার হাজার কথা।


তর-তাজা প্রান জীবন দিল
ছিনিয়ে আনতে স্বাধীনতা,
আমরাই নাকি হয়েছিলাম
পাক-বাহিনীর মাথা ব্যাথা।


মা হারিয়েছে সন্তান
বোন হারিয়েছে সম্মান,
শত যুবক শত শিশু
হারিয়েছে তার প্রান,
পদে পদে সইতে হয়েছে
লাঞ্চনা আর অপমান।


বাংলার ছেলে শেখ মুজিবকে
কারারুদ্ধ করেছে,
কারন,
সেই সাহসী বীর অন্যায়ের
বিরুদ্ধে রুখে দাড়িয়েছে।


তবুও ঘায়েল করতে পারেনি
বাংলার বীরদের,
লড়াই করেছে ত্যাগ করে সব মায়া
নিজের জীবনের।


অবশেষে মোরা পেয়েছি উপহার
বাংলার স্বাধীনতা,
বলতে পেরেছি নিশ্বাস নিয়ে
মায়ের ভাষায় কথা।