তালশারির ঐ গাছে থাকতো,এক বাবুই পাখি
মিষ্টি গলায়,মিষ্টি ঠোঁটে গাইতো সে গান
উজাড় মনে তাকিয়ে থাকতাম,শুনতাম তার গান।


বাবুই পাখির গলায় ছিলো মধুর ও সুর,
শুনিলে যেতো পরান জুড়াইয়।
তাহার গলায় এত সুর,শুনতে শুনতে চোখটি আসতো বুঝে।
বাবুই পাখির ঠোঁট টি ছিলো বড়ই মিষ্টি
একবার দেখলে  ফিরতো না আর চোখ।


বাবুই পাখির পানে যখন থাকতাম তাকিয়ে,
মনে হতো আদর করে বলবে কিছু আমায়,
কিন্তু্ কথায় আছে যে অবালা জন্তু পারে না কহিতে,পারে না সহিতে,
অতঃপর ঘটেছে এমনই।