আকাশের পরে আকাশ ছড়ায়েছে বিষণ্ণ নীলের পরে-
আঁকতে আর নিতে....
চেয়েছিলো এক শিল্পী,ঈশ্বরের মত করে।
বিদিশার আঁধারে,তুমি আর তারে কি দিলে?


অনন্তকালের রঙ হারায়,কুক্ষিগত যক্ষধনের আশায়;
ভালবেসে নারী বুঝেছি,ভালবাসা অন্ধকারে হাতরায়....
নক্ষত্রের মত মুছে যায় অক্ষৌহিণী জীবনের ঘ্রাণ!
প্রজাপ্রতির রংধনু মসিন বর্ণী জলে,
যাকে আকঁড়াতে চাই,সে ই চলে যায়।
ভরা আষাঢ়িয়া নদী হয়ে হয়ে.....


রাতের আঁধারে,মুত্যুর পারাবারে-
শিল্পী মরে,শিল্প বাঁচে.....লাশ কাঁটা ঘরে-
হয়তো তুমি এক নক্ষত্র;
হৃদয়ের গভীরে,মিশে যাওয়া আঁধারে-
আকাশের পর আকাশে.......
তারপরে আমি জীমূতের আড়ালে নক্ষত্রচ্ছটার শশীতলে,
নক্ষত্র নরেশের অকালমৃত্যু......
পবিত্র পাপে গঙ্গার জলে!


আর কতকাল,আর কতকাল!
তুমি রবে-
আঁধারের পটে ছবি হয়ে!